User
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি , জ্ঞানবিস্তার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
জ্ঞান বিস্তার রেজিঃ BCW24080003
"ধৈর্যের সফর কঠিন হলেও শেষ পর্যন্ত কিন্ত গন্তব্যে গিয়ে পৌঁছে " এই প্রত্যয় নিয়ে যখন আমি বিকো'তে নিজেকে নিয়জিত করি ।নওগাঁ জেলা স্কুলে থাকতে আমি প্রথম স্কাউট সংগঠনের সাথে যুক্ত ছিলাম। নটরডেম কলেজে থাকতে আমি বিভিন্ন সংগঠন যেমন স্কাউট ক্লাব, আইসিটি ক্লাব, কালচারাল ক্লাবের সাথে যুক্ত ছিলাম এবং সাংগঠনিক বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছি। যখন আমি ইন্টার দ্বিতীয় বর্ষে উঠি তখন সারাবিশ্ব করোনা মহামারীর কবলে আক্রান্ত। করোনা পরিস্থিতিতে আবু রাকেশ জয় ভাই আমার গৃহ শিক্ষক ছিল। কম্পিউটার ব্যাবহারে পারদর্শী এবং বইয়ের প্রতি প্রবল আগ্রহ থাকার কারণে ভাই আমাকে বিভিন্ন স্কিল শেখার জন্য উৎসাহ দিত ।আমি মোবাইল,কম্পিউটারের অনেক নতুন স্কিল শেখার চেষ্টা করি।কোন স্কিল শেখার পর কাজের মাধ্যমে প্রয়োগ করতে আমার খুব ভালো লাগত। ভালোলাগা,ভালোবাসা থেকে ২০২১ সালের পর ধীরে ধীরে আমরা বিকো প্রতিষ্ঠান কে ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। বিকো অ্যাপটি তৈরি করা হয়েছে সাধারণ,মেধাবী ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের জন্য।
আমার কন্টেন্ট