আদর্শ ছাত্র জীবন

User

শিক্ষার্থী , University of Rajshahi

Student


রেজী:
BCW24120007

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫

 

 

পথের আলো জ্বেলে যারা,

 জ্ঞানের দ্বার খুলে, স্বপ্ন দেখে, 

স্বপ্ন বুনে, সত্যের মাঝে ফুলে। 

 

আদর্শ ছাত্র জীবন তাদের, 

কর্মময় সঞ্চার, 

পরিশ্রম আর নিয়মতান্ত্রিক, সাফল্যের আধার। 

 

ভোরের আলোয় বই নিয়ে বসে, স্বপ্ন দেখে বড়, 

অন্ধকারে আলোর প্রদীপ, করে জ্ঞান পাড়ো। 

 

শিক্ষকের মুখের বাণী, করে মনে আঁক, 

প্রতিজ্ঞা করে জীবনের পথে, রাখবে মাথা উঁচা। 

বিনয় আর শিষ্টাচারে, তারা হয় উদাহরণ, 

কঠোর সাধনায় ভেঙে ফেলে, জীবনের সব বাধাঁ। 

 

মায়ের স্নেহ, বাবার পরামর্শ, পথচলার মূল, 

তাদের পথের বাঁধা কাটে, বিশ্বাসে পূর্ণ ফুল। 

বইয়ের পাতা জীবনের চিত্র, স্বপ্ন আঁকে নীরব,

 তাদের ধৈর্য, তাদের অধ্যবসায়, দেয় জীবনের গরব।

 

 সত্য, সুন্দর, আর ন্যায়ের পথে, রাখে তারা ধ্যান, 

আদর্শ ছাত্র জীবন তাদের, হয় জীবনের গান। 

 

তাই চল, আমরা সবাই, হই আলোকের দিশারী,

 আদর্শ ছাত্র হয়ে গড়ি দেশ, হই বিশ্বে বিজয়ী।