আদর্শ জীবন মানে আলোতে ভরা পথ,
যেখানে নেই কোনো মিথ্যা বা কপট।
সত্যের প্রদীপ জ্বলে হৃদয়ের মাঝে,
পাপের ছায়া দূরে যায় ন্যায়ের রাজ্যে।
অহঙ্কার যেখানে মাথা নোয়ায় নীরবে,
সহানুভূতির স্রোত বয় মানুষের ভীরে।
নিজের জন্য নয়, সবার তরে বাঁচা,
প্রতিদিন হয় নতুন স্বপ্নে আচ্ছাদিত।
আদর্শ জীবন মানে ত্যাগের মহিমা,
প্রতিটি কাজে খুঁজে নেয় ভালোবাসার শিখা।
ছোট ছোট কাজেই লুকায় মহত্ব,
সেই পথেই খুঁজে মেলে জীবনের শ্রেষ্ঠত্ব।
তোমার জীবন যদি হয় আদর্শের গান,
প্রত্যেক দিন হবে আলোর নতুন আয়োজন।
বিবেক যেখানে হয় তোমার পথপ্রদর্শক,
সেখানেই থাকে জীবনের প্রকৃত স্বাক্ষর।