বাংলাদেশে গম চাষের ইতিহাস ও উন্নতি

User

শিক্ষার্থী , University of Rajshahi

Student


রেজী:
BCW24120007

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫

 

 

 

বাংলাদেশে গম চাষের ইতিহাস ও  উন্নতি

বাংলাদেশে গম খাদ্য ফসল হিসেবে দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে। সত্তর দশকে স্থানীয় জাতের গমের আবাদ সীমিত ছিল এবং উৎপাদন ছিল মাত্র ১ লক্ষ টন। উচ্চ ফলনশীল জাতের (যেমন কল্যাণসোনা, সোনালিকা) আমদানি ও চাষের ফলে উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ১৯৮৫ সালে গম চাষ ৭ লক্ষ হেক্টরে সম্প্রসারিত হয়ে ১২ লক্ষ টন উৎপাদিত হয়। ১৯৯৮-৯৯ সালে আবাদ ৮ লক্ষ হেক্টরে এবং উৎপাদন ১৯ লক্ষ টনে উন্নীত হয়।

গম চাষ জনপ্রিয় হওয়ার কারণগুলোর মধ্যে সহজ চাষ পদ্ধতি, কম সেচ চাহিদা এবং রোগ ও পোকার আক্রমণ কম থাকা উল্লেখযোগ্য। বর্তমানে প্রধান গম জাতের মধ্যে শতাব্দী, প্রদীপ, সৌরভ, গৌরব, সুফী, এবং বিজয় রয়েছে। নতুন উদ্ভাবিত জাতগুলো (বারি গম-২৫ ও বারি গম-২৬) লবণাক্ততা ও উচ্চ তাপমাত্রা সহনশীল, যা গম চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।