রৌদ্রতাপে কন্যা
– Mantasa
ওহে কন্যা,
এই খর রৌদ্রতাপে হাঁটছ কেন?
ঝলসে যাচ্ছে কি তোমার কোমল ত্বক?
হচ্ছে না কি কষ্ট?
কিসের আশায় এই ছুটে চলা?
কিসের অপেক্ষায় এত ত্যাগ, এত জ্বালা?
“উদ্দেশ্য একটাই—
মানুষের পাশে থাকা।
দেখি স্বপ্ন প্রতিক্ষণ, প্রতিদিন, দিবা-রাত্রি।
শত শত চোখে জ্বলে ওঠা আশা,
সহস্র হৃদয়ে বুনা প্রত্যাশার গল্প।
চাই না কাউকে দিতে কষ্ট,
হতে চাই না কারও সুখের কারণ।”
“ছুটে চলছি আমি—
চলব, যতই খর রৌদ্র হোক।
চাই না বন্দি অন্ধকার কারাগারে,
চাই না কোনো রাজার রাজপ্রাসাদ।
উড়তে চাই নীল আকাশের অবারিত প্রান্তরে,
ডুবতে চাই সমুদ্রের অতল গভীরে।
উঠতে চাই পাহাড়ের চূড়ায়,
দূর থেকে দেখতে চাই পৃথিবীর রূপ।
দেখতে চাই মানুষের কোলাহল,
যেতে চাই তাদের কাছে—
একটু ভালোবাসার খোঁজে।
এই আমার কামনা,
এই আমার বাসনা—
মানুষ হয়ে মানুষের মাঝে বেঁচে থাকা।
জীবনের প্রতিটি ক্ষণে বুনতে চাই স্বপ্ন,
আলো ছড়িয়ে দিতে চাই প্রতিটি আঁধারে।”
ওহে কন্যা,
রৌদ্রতাপে তুমি হলে দীপ্ত—
তোমার প্রতিজ্ঞায় জ্বলে উঠুক পৃথিবীর চিত্র।
তুমি সাহস, তুমি আলোর প্রতীক,
তোমার চলায় পৃথিবী খুঁজে পাক নতুন দিশার দিক।