ইসলাম

User

শিক্ষার্থী , Rajshahi University

BA (hons),2nd year


রেজী:
BCW24080005

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৫

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫

 

 

 

 

কবিতা: ইসলাম 

কবি:  নাজাত মৃধা

 

ইসলাম মানে আত্মসমর্পণ।
ইসলাম আমাদের শিক্ষা দেয়, সর্বশক্তিমান রবের কাছে আত্মসমর্পণ করতে।

ইসলাম মানে আনুগত্য।
ইসলাম আমাদের আল্লহ ও তার রসুলের (সা:) আনুগত্য করতে শিক্ষা দেয়।

ইসলাম মানে শান্তি।
ইসলাম শান্তির শিক্ষা দেয়
এবং শান্তিপূর্ণ পৃথিবী গড়তে চায়।

ইসলাম মানে পরিপূর্ণতা।
এটি মানুষের জীবনকে দেয় পরিপূর্ণতা।
এইজন্যই ইসলামকে পূর্নাঙ্গ জীবনব্যবস্থা বলা হয়।

ইসলাম হলো সেই ধর্ম,
যা মানুষকে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়,
পরোপকারের শিক্ষা দেয়,
আত্মীয়তার সম্পর্ক রক্ষারও শিক্ষা দেয়।

ইসলাম হলো সেই ধর্ম যা, মজলুমের সহায়ক ও জালিমের প্রতিরোধ করে।

ইসলাম সেই ধর্ম যেই ধর্মে,
সমগ্র সৃষ্টিকূল মহান আল্লহ তায়ালার পরিজন।
এটি জীবের প্রতি দয়া করার শিক্ষা দেয়।

ইসলাম হলো সেই ধর্ম যা, আমাদের মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করার শিক্ষা দেয়।
ধনী গরিবের ব্যবধান কমিয়ে দেয়।

ইসলাম সেই ধর্ম যাতে;
সবর,দানশীলতা,সহানুভূতিশীলতা,সহনশীলতা,সহমর্মিতা,উদারতা,সহযোগিতা,মহানুভবতা,ন্যায়পরায়ণতা,তাওয়াক্কুল,ক্রোধ নিয়ন্ত্রণ,দয়া ও মায়া,সততা,তাকওয়া অর্জন,সদ্ব্যবহার,উত্তম আখলাক প্রভৃতির শিক্ষা দেয়া হয়।

ইসলামের মূলমন্ত্রই হচ্ছে 
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।